বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইটে আপনাকে সু-স্বাগতম। এই সাইট থেকে আপনি বিদ্যালয়ের সকল তথ্য পেতে পারেন।
বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন ০৬ নং বাংগাখাঁ ইউনিয়নের বাংগাখাঁ গ্রামে অবস্থিত। এটি অত্র এলাকার একটি সুপরিচিত বিদ্যালয়।
ব্যাক্তি, পরিবার, সমাজ তথা জাতীয় জীবনে সামগ্রীক অগ্রগতি ও উন্নয়নের মূলে রয়েছে শিক্ষা। “শিক্ষা জাতীর ভবিষ্যৎ উন্নতির চাবিকাঠি এবং দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার”। শিক্ষা ব্যক্তিকে তাঁর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে সহায়তা করে। তাই প্রত্যেক শিক্ষার্থী পরিবার, সমাজ, কর্মজীবনের উপযোগি হয়ে গড়ে উঠতে হলে তাকে সমাজ ও রাষ্ট্রীয় আদর্শ, তাঁর মৌলিক বিশ্বাস, নৈতিক মূল্যবোধ, সংস্কার, আচার – আচরণ, রীতিনীতি ইত্যাদির সাথে পরিচিত হতে হয়। আর শিক্ষা তথা বিদ্যালয়ের মাধ্যমেই তা সংঘঠিত হয়। শিক্ষা মানুষকে উচ্চতর পর্যায়ে সংগতি বিধান ও প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতা প্রদাণ করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে তাঁর অর্জিত শিক্ষার মৌলিক জ্ঞান ও দক্ষতা সম্প্রসারিত ও সুসংহত করার মাধ্যমে উচ্চ শিক্ষার যোগ্য করে তোলাই হচ্ছে বিদ্যালয়ের মূল লক্ষ্য। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন বৈজ্ঞানিক ও প্রযৌক্তিক জ্ঞান, কলাকৌশল আহরণ করা এবং বাস্তব জীবনে বিভিন্ন কর্মকান্ডে প্রয়োগ করে জীবন মান উন্নত করে গড়ে তোলা। তাছাড়া তোমাদের মধ্যে থাকতে হবে নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে দেশ প্রেমবোধ এবং ধর্ম – বর্ণ – গোত্র নির্বিশেষে সবার প্রতি সমমর্যদাবোধ।
একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে গভীর সম্পর্ক থাকা অতীব জরুরী। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এই ওয়েব সাইটটি সেই সম্পর্ককে আরো গভীর করবে বলে আমি মনে করি।
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই বিদ্যালয়ের গন্ডি ফেরিয়ে উচ্চ শিক্ষা প্রহণের মাধ্যমে দেশ জাতির কল্যানে নিজেকে নিয়োজিত করবে বলে আমি আশাকরি।