বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়
বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়টি লক্ষীপুর জেলা সদরের ৫ কিলোমিটার পূর্বে ঢাকা রায়পুর মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। ১২৮ শতাংশ জমিনে পাকা , অধাপাকা ও কাঁচা ভাবনে পঞ্চাশ শতাংশেরও বেশী ছাত্রী নিয়ে বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু আছে। বিদ্যলয়ের সন্মূখস্থ বিশাল মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার অনুশীলন ছাড়াও স্থানীয় জনসাধারনের ধর্মীয় , সামাজিক ও সাংস্কৃতিক মিলনের স্থান। মাঠের পার্শ্বে নির্মিত মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মৃতি বিজড়িত শহীদ মিনারটি প্রতি বছর জাতীয় দিবস সমূহে স্থানীয় জনসাধারনের শ্রদ্ধায় নিবেদিত ফুলে ফুলে ভরে উঠে। সুদক্ষ ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে সব স্তরের জনসাধারনের সহযোগিতা দক্ষ ও সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু আছে। পাবলিক পরীক্ষা সমূহে ভাল ফলাফল , ক্রীড়া ও সংস্কৃতিক অঙ্গনে শিক্ষাথীদের ব্যাপক অংশগ্রহণ ও সফলতা , একটি সংশৃঙ্খল স্কাউট দল ও রেড ক্রিসেন্ট দলের সেবা বিদ্যালয়টির ঐতিহ্যের পরিচায়ক।
প্রতিষ্ঠাকাল
১৯২৯ খ্রিঃ
ইতিহাস
বিদ্যালয়টি ১৯২৭ খ্রিঃ-এ এম.ই স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিগনের উদ্যোগে ১৯৬৫ খ্রিঃ-এ জুনিয়র হাই স্কুল এবং ১৯৬৭ খ্রিঃ-এ হাই স্কুলে উন্নীত হয়।
মোট ছাত্র ও ছাত্রীর সংখ্য
ছাত্র – ৩১৩ জন , ছাত্রী – ৩৩২ জন , মোট – ৬৪৫ জন।
ছাত্র ও ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক
শ্রেণী
|
শাখা
|
ছাত্র
|
ছাত্রী
|
মোট
|
৬ষ্ঠ
|
ক
|
৮৬
|
-
|
৮৬
|
৬ষ্ঠ
|
খ
|
-
|
৯৫
|
৯৫
|
৭ম
|
ক
|
৬৮
|
-
|
৬৮
|
৭ম
|
খ
|
-
|
৭২
|
৭২
|
৮ম
|
ক
|
৫২
|
-
|
৫২
|
৮ম
|
খ
|
-
|
৫৮
|
৫৮
|
৯ম
|
বিজ্ঞান , মানবিক, ব্যবসায় শিক্ষা
|
৪৮
|
৫০
|
৯৮
|
১০ম
|
বিজ্ঞান , মানবিক, ব্যবসায় শিক্ষা
|
৫৯
|
৫৭
|
১১৬
|
মোট
|
৩১৩
|
৩৩২
|
৬৪৫
|
পাশের হার
সাল
|
পরীক্ষার নাম
|
হার (%)
|
২০০৯
|
এস.এস.সি
|
৭৭.৯২%
|
২০১০
|
এ.এস.সি
|
৮৬.৪৯%
|
জে.এস.সি
|
৭৪.৮০%
| |
২০১১
|
এস.এস.সি
|
৮৬.৮৪%
|
জে.এস.সি
|
৯৭.০৩%
|
শিক্ষক ও কর্মচারীর তালিকা
ক্রমঃ
|
শিক্ষক ও কর্মচারীর নাম
|
পদবী ও বিষয়
|
শিক্ষাগত যোগ্যতা
|
০১
|
জনাব নাজিম উদ্দিন
|
প্রধান শিক্ষক
|
বি.এ ; বি.এড
|
০২
|
জনাব সন্তোষ চন্দ্র দাস
|
সহঃ প্রধান শিক্ষক
|
বি.এসসি ; বি.এড
|
০৩
|
জনাব মোবারক উল্যাহ
|
সিনিয়র শিক্ষক (সমাজ)
|
বি.এ ; বি.এড
|
০৪
|
জনাব শাহ আলম পাটওয়ারী
|
সিনিয়র শিক্ষক (সমাজ)
|
বি.এস.এস(অনার্স) ; এম.এস.এম ; বি.এড
|
০৫
|
জনাব মিজানুর রহমান
|
সিনিয়র শিক্ষক (সমাজ)
|
বি.কম ; বি.এড
|
০৬
|
জনাব তপন চন্দ্র মজুমদার
|
সিনিয়র শিক্ষক (কৃষি শিক্ষা)
|
বি.এসসি ; বি.এড
|
০৭
|
জনাব মনোয়ার হোসেন
|
সিনিয়র শিক্ষক (শরীর চর্চা)
|
বি.এ ; বি.পি.এড
|
০৮
|
জনাব শাহানা আক্তার
|
সিনিয়র শিক্ষক (সমাজ)
|
বি.এ ; বি.এড
|
০৯
|
জনাব নীলিমা চক্রবর্তী
|
সিনিয়র শিক্ষক (সমাজ)
|
বি.এ ; বি.এড
|
১০
|
জনাব ওয়াহিদুন্নবী
|
সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা)
|
কামিল
|
১১
|
জনাব মৃণাল কান্তি সাহা
|
সহকারি শিক্ষক (গণিত)
|
বি.এসসি (অনার্স) – গণিত ; এম.এসসি (গণিত) ; বি.এড
|
১২
|
জনাব উম্মে কুলসুম
|
সহকারি গ্রন্থাগারিক
|
বি.এস.এস ; বি.এড ;
ডিপ্লোমা (গ্রন্থাগার বিজ্ঞান)
|
১৩
|
আজিজুল হক
|
অফিস সহকারী
|
আই.এ
|
১৪
|
শামছুল আলম
|
দপ্তরী
|
এস.এস.সি
|
১৫
|
সাহাব উদ্দিন
|
দপ্তরী
|
অষ্টম শ্রেণী
|
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
মেয়াদ কাল ( ২৪/০২/২০১০ – ২৪/০৩/২০১২ )
ক্রমঃ
|
নাম
|
পদবী
|
০১
|
জনাব আব্বাস হোসেন
|
সভাপতি
|
০২
|
জনাব সুলতান আহম্মদ চৌধুরী
|
প্রতিষ্ঠাতা সদস্য
|
০৩
|
জনাব আব্বাস হোসেন
|
দাতা সদস্য
|
০৪
|
জনাব এ.কে.এম ইব্রাহীম
|
অভিভাবক সদস্য
|
০৫
|
জনাব আহছান উল্যাহ
|
অভিভাবক সদস্য
|
০৬
|
জনাব যোগেশ চন্দ্র ঘোষ
|
অভিভাবক সদস্য
|
০৭
|
জনাব সন্তোষ চন্দ্র মজুমদার
|
অভিভাবক সদস্য
|
০৮
|
জনাব মোরশেদ আলম
|
কো – অপ্ট সদস্য
|
০৯
|
জনাব সন্তোষ চন্দ্র দাস
|
শিক্ষক প্রতিনিধি
|
১০
|
জনাব শাহআলম পাটওয়ারী
|
শিক্ষক প্রতিনিধি
|
১১
|
জনাব শাহানা আক্তার
|
শিক্ষক প্রতিনিধি
|
১২
|
জনাব নাজিম উদ্দিন
|
প্রধান শিক্ষক / সদস্য সচিব
|
পাবলিক পরীক্ষার ফলাফল
পরীক্ষার নাম
|
সন
|
পরীক্ষার্থী
|
অংশগ্রহণ
|
কৃতকার্য
|
শতকরা হার
|
এস.এস.সি
|
২০০৯
|
ছাত্র
|
৫০
|
৪৩
|
৭৭.৯২%
|
ছাত্রী
|
২৭
|
১৭
| |||
মোট
|
৭৭
|
৬০
| |||
এস.এস.সি
|
২০১০
|
ছাত্র
|
৪০
|
৩৬
|
৮৬.৪৯%
|
ছাত্রী
|
৩৪
|
২৮
| |||
মোট
|
৭৪
|
৬৪
| |||
জে.এস.সি
|
২০১০
|
ছাত্র
|
৬৯
|
৬০
|
৭৪.৮০%
|
ছাত্রী
|
৫৪
|
৩২
| |||
মোট
|
১২৩
|
৯২
| |||
এস.এস.সি
|
২০১১
|
ছাত্র
|
৩২
|
২৯
|
৮৬.৮৪%
|
ছাত্রী
|
৪৪
|
৩৭
| |||
মোট
|
৭৬
|
৬৬
| |||
জে.এস.সি
|
২০১১
|
ছাত্র
|
৫১
|
৪৯
|
৯৭.০৩%
|
ছাত্রী
|
৫০
|
৪৯
| |||
মোট
|
১০১
|
৯৮
|
শিক্ষা বৃত্তির তথ্য
সাল
|
পরীক্ষা
|
বৃত্তি প্রাপ্ত সংখ্যা
|
২০০৬
|
জে.এস.সি
|
০১
|
২০০৮
|
জে.এস.সি
|
০১
|
২০১০
|
এস.এস.সি
|
০১
|
জে.এস.সি
|
০৩
|
অর্জন
২০০৮ সালে ভাল ফলাফলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড কুমিল্লা কর্তৃক অভিনন্দন পত্র প্রাপ্তি। ২০১১ সালে কুমিল্লা অঞ্চল মহিলা ক্রিকেট এ রানাস আপ হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
১। মাল্টিমিডিয়া পদ্ধতিতে শ্রেণী পাঠদান ও ডিজিটাল পদ্ধতিতে বিদ্যালয়ের তথ্য আদান – প্রদান এবং সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
২। ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের শতভাগ পরীক্ষায় অংশগ্রহন এবং শতভাগ পাস সহ জিপিএ ৫ পাওয়ার মত দক্ষ করে শিক্ষার্থীদের গড়ে তোলা।
যোগাযোগ
বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়
জকসিন হাট , সদর , লক্ষীপুর।
E-mail: bangakhanhighschool@gmail.com